বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৬

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১২:৫০

ছবি-সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ৪ হাজার পিস ইয়াবা টেবলেটসহ নুর মোহাম্মদ ও মো. হৃদয় নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জিএমপি’র বাসন থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকাসহ একটি এনআইডি কার্ড ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন মোগরখাল এলাকার একটি পোশাক কারখানার পাশে বাসন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা টেবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এসময় তাদের নিকট থেকে নগদ ২৮ হাজার টাকা, একটি এনআইডি কার্ড এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top