পূজামণ্ডপে মাস্ক পরে আসতে হবে : ডিএমপি কমিশনার
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ০০:১৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০২:২১

‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা মহামারি চলছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তারপড়ও সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এজন্য অবশ্যই মাস্ক পরে পূজামণ্ডপে আসতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘রাজধানীর প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দারাও কাজ করছেন। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।'
আপনার মূল্যবান মতামত দিন: