মতিঝিলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ১৯:২২
আপডেট:
১৪ অক্টোবর ২০২১ ০৩:৪৯

রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অফিসে বুধবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর পৌনে ১টার দিকে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন বলেন, দুপুর সোয়া ১২টার পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
প্রসঙ্গত, এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, ১২ তলা ওই ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: