ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কলেজ শিক্ষিকা আটক
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ২২:৪১
আপডেট:
২১ অক্টোবর ২০২১ ০৬:২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্টের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বদরুন্নেসা গার্লস কলেজের শিক্ষিকা রুমা সরকারকে আটক করেছে র্যাব।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
র্যাব জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কুচক্রি মহল গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতন কুমার সাহা নামে এক ব্যক্তিকে হত্যার ভিডিও বলে প্রচার করেছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি হচ্ছে, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও। পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অন্য আসামিদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: