রাজধানীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০৩:১১
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৪৫

অবৈধ চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মিরপুর থেকে নগদ টাকাসহ মো. হাবিবুর রহমান, মো. আরিফ ও মো. সাব্বির হোসেন নামের ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় র্যাব এ তথ্য জানায়।
র্যাব থেকে আরও জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুরে অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদাবাজির অভিযোগে নগদ ১৬ হাজার ৫৮০ টাকা ও ১ টি মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: