পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম নগরবাসী
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০০:৩১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫৪

সারাদেশে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে চট্টগ্রাম নগরবাসী।
নগরীতে সিএনজি চালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য কোনো গণপরিবহন চলাচল করছে না। মাঝেমধ্যে ধর্মঘট উপেক্ষা করে অটোরিকশা চলাচলের চেষ্টা করলে পরিবহন শ্রমিকরা নগরীর বিভিন্ন স্থানে বাধা দিয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বেসরকারি অফিস খোলা থাকায় সকালে অফিসগামী যাত্রীদের দুর্ভোগের সীমা ছিল না।
সরেজমিন চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, নগর বাস টার্মিনাল, দুই নম্বর গেইট, জিইসি, চকবাজার, টাইগার পাস, দেওয়ানহাট, ঈদগাঁ, অলঙ্কার মোড়, এ কে খান মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সর্বত্র গণপরিবহন সঙ্কটে হেঁটে হেঁটে অফিস কিংবা গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে মানুষ। সুযোগ পেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকেরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন সংবাদমাধ্যমকে জানান, তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং পরিবহন ভাড়া সমন্বয় করার দাবিতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘটে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যাত্রীবাহী গণপরিবহন এবং পণ্যবাহী পরিবহন বন্ধ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: