আগুনে সব হারিয়ে পথে বসেছে দেড় শতাধিক পরিবার
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০২:০০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৪৮

গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকার তেলিরচালার চারটি কলোনিতে সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেন্ডারের আগুনে দেড় শতাধিক পুড়ে ছাই হয়ে গেছে।
গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকার তেলিরচালার চারটি কলোনিতে পাঁচ’শ মানুষ বাস করতেন। শত শত মানুষের আর্তনাদে ভারি হয়ে উঠেছে পুড়ে যাওয়া চারটি কলোনির পরিবেশ।
কলোনির মালিক মোখলেছুর রহমান ও স্থানীয় বাসিন্দারা বলেন, ‘একটি রুমের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ৩টি কলোনিতে। দেড় শতাধিক ঘর ছিল সেখানে। প্রতিটি ঘরেই ছিল সিলিন্ডার গ্যাসের বোতল। জীবনের নিরাপত্তার কারণে কেউ ঘর থেকে কিছু বের করতে পারেনি। এইসব কলোনিতে যারা ভাড়া থাকতেন তারা সবাই পোশাক কারখানায় চাকরি করেন। তাদের সবকিছুই শেষ হয়ে গেছে।’
কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, ‘কলোনির সবাই বিভিন্ন জেলা থেকে এসে পোশাক কারখানার কাজ করেন। আগুনে পুড়েছে তাদের সবকিছু। আমি ব্যক্তিগতভাবে ও উপজেলার পক্ষ থেকে রাতেই তাদের কিছু কম্বল ও বাচ্চাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। অনেককেই নগদ অর্থ দেওয়া হয়েছে। যেহেতু আমার বাসার পাশেই কলোনি, মানবিকতার দিক থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি।’
আপনার মূল্যবান মতামত দিন: