গেণ্ডারিয়ায় জাল সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ১
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০৭:৩৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:৫৬

রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়া থানার ৯১ ডিষ্টিলারি রোডের ধুপখোলা এলাকায় অভিযান পরিচালনা করে জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. আলাউদ্দিন আলম নামের ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে র্যাব-১০ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সোমবার (৮ নভেম্বর) রাতে গেণ্ডারিয়া থানার ৯১ ডিষ্টিলারি রোডের ধুপখোলা এলাকায় অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. আলাউদ্দিন আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সার্টিফিকেট, সিপিইউ, মনিটর, প্রিন্টার, কী-বোর্ড, মাউস, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সনদ তৈরি করে আসছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: