চট্টগ্রাম মহানগরীতে
অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ০১:৫৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:২৩

সড়কে জনভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে এবং সিএনজিচালিত বাসে নতুন ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে অভিযান চলছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ জানান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে মহানগরীতে চলাচলরত বিভিন্ন ধরনের ডিজেল ও সিএনজি চালিত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের ড্রাইভার ও হেল্পারদের মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।
সরকারি নির্দেশনামতে ভাড়া আদায় নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত মহানগরীতে এই অভিযান অব্যহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: