অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে ডিবির হাতে আটক ৫
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ০১:০৩
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৪০

রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে ৩২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. রাজু মিয়া, মো. মুরাদ, মো. সজিব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
বৃহস্পতিবার রাতে রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
তিনি বলেন, কিছু মাদক কারবারি অ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়ারলেস মোড় এলাকায় অবস্থান করছে বলে গোপন খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে অবস্থানরত একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৩২ কেজি গাঁজা জব্দসহ ৫জনকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: