লিংক রোডে নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২১ ০০:০৭
আপডেট:
২৮ মার্চ ২০২৫ ২১:০১

রাজধানীর গুলশান লিংক রোডে নির্মাণাধীন শান্তা টাওয়ারে শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশান লিংক রোডের শান্তা টাওয়ার নামের একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আপনার মূল্যবান মতামত দিন: