কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২১ ০১:৫৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৪৯

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচন্ড জ্যামে কুড়িল থেকে বাড্ডা অভিমুখী (প্রগতি সরণি) রাস্তা বন্ধ হয়ে আছে।
বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর আন্দোলনকারীরা কুড়িল বিশ্বরোডের রাস্তা অবরোধ করলে এই যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, কুড়িল থেকে রামপুরাগামী বিভিন্ন ধরনের যানবাহন ধীরগতিতে চলছে। এ পথে চলাচলকারী এক বাইকচালক বলেন, সকাল থেকেই এ সড়কে যানজট। কিছুক্ষণ একটু চলার পর আবারও দাঁড়িয়ে থাকতে হয়।
প্রগতি সরণিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ বলেন, বকেয়া বেতনের জন্য পোশাকশ্রমিকরা সকাল থেকেই কুড়িল রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। এ কারণেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
তিনি বলেন, এই মুহূর্তে তারা চলে গেছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যে রাস্তার যানজট কমে যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: