রাজধানীর তেজগাঁওয়ে ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ০১:৩৩
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০২:৪৭

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুর ১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে।
আপনার মূল্যবান মতামত দিন: