ঢামেক এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২১ ০৮:০৩
আপডেট:
১ এপ্রিল ২০২৫ ২৩:৫০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর ভবনের মসজিদের পাশের একটি ফাঁকা জায়গা থেকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ভূঁইয়া বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মসজিদের ফাঁকা জায়গা থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হাসপাতালের আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি, এ এলাকায় তিনি ভবঘুরে ছিলেন। আসরের নামাজের সময় পর্যন্ত তাকে জীবিত দেখেছেন স্থানীয়রা। পরে আর তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমাদের খবর দেয় তারা। আমরা গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করি।
আপনার মূল্যবান মতামত দিন: