রাজধানীর মতিঝিলে অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২১ ০৮:৩৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৬

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ পলাশ ও আজিজুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মতিঝিল থানার ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে পলাশ ও সজলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারদের দখলে থাকা পিস্তল ও গুলির বৈধতা সম্পর্কে কোনো লাইসেন্স কিংবা কাগজপত্র দেখাতে পারেনি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় পৃথক মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: