রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী আহত
প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২১ ২৩:১০
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:০৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুর রব (১৮) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর আসাদগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরানুল হাসান জানান, আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আহত আব্দুর রব সাভার যাওয়ার জন্য তিনি আসাদগেট এলাকায় গাড়ির অপেক্ষা করছিলেন। হঠাৎ ৫-৬ জন এসে তার কাছে থাকা টাকা ও মোবাইল চায়। দিতে না চাইলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, তার রক্তক্ষরণ হয়েছে। অবস্থা শঙ্কামুক্ত নয়। আহতের বাসা সাভার বৈলাপুরে।
সম্পর্কিত বিষয়:
ছিনতাইকারী
আপনার মূল্যবান মতামত দিন: