রামপুরায় বৈদ্যুতিক স্টেশনে আগুন
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২২ ০০:০৬
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০২:৪৩

রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সোমবার ২৪ জানুয়ারি সকাল সোয়া ৭টার দিকে রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আগুন নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভি সের দুটি ইউনিট। পরে এ কাজে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত বলে মনে করছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে আগুন লাগার বিস্তারিত কারণ জানা যাবে বলে গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
বৈদ্যুতিক স্টেশনে আগুন রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ
আপনার মূল্যবান মতামত দিন: