খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ১৬:২১
আপডেট:
৬ জুলাই ২০২০ ১৮:৪৮

রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহতরা মলমপার্টির সদস্য, ছিনতাইকারী। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গতকাল রোববার রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ওসি মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রোবার রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় ছিনতাইকারী চক্রের দুই সদস্য পুলিশের ব্যারিকেডের সামনে পড়েন।
এ সময় থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় গোলাগুলি হলে ঘটনাস্থলেই দুই ছিনতাইকারী নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচায় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
আপনার মূল্যবান মতামত দিন: