আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রকাশিত:
৭ জুলাই ২০২০ ১৬:৪০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৯:৩৭

বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন পরিবর্তন ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের জন্য আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর কয়েকটি জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত পাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য ৭ জুলাই দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বনানী রেল স্টেশন থেকে মহাখালী
আপনার মূল্যবান মতামত দিন: