বৈরী আবহাওয়া
পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
প্রকাশিত:
২০ আগস্ট ২০২০ ১৭:৪৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১০:১৬

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
যে কোনো দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ৬টা থেকে লঞ্চ বন্ধ করে কর্তৃপক্ষ। তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ ট্রাফিক) ফরিদুর রহমান জানান, সকাল ৬টা থেকে প্রবল বাতাস ও বৃষ্টির সঙ্গে নদীতে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। আবহাওয়া পরিস্থিতির স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।
তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: