মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ডুবে যাওয়া ফেরি থেকে ৮ ট্রাক উদ্ধার


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪ ১৮:৩৯

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ০৩:০০

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার মাঝ নদীতে ৯টি ট্রাকসহ ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে ৮টি ট্রাক উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি ট্রাকের অবস্থানও শনাক্ত করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ জানান, পাটুরিয়া-আরিচা রুটে নিমজ্জিত ফেরি রজনীগন্ধা উদ্ধারে বিআইডব্লিউটিএ তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। ৯টি নিমজ্জিত ট্রাকের মধ্যে ইতোমধ্যে ৭টি ট্রাক উদ্ধার করে তীরে আনা হয়েছে।

তিনি আরও জানান, আজ ৮ম ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আর অবশিষ্ট একটি ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়েছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, হামজা এবং রুস্তমসহ অন্যান্য সহযোগী জলযান এখন কাজ করে যাচ্ছে।

একই সঙ্গে অব্যাহত উদ্ধার অভিযানের ফলে বর্তমানে রজনীগন্ধা ফেরির অংশবিশেষ পানির উপরে দৃশ্যমান করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top