শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

Rupali Bank


সৈকতে ফের ভেসে উঠলো মৃত ডলফিন


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ২৩:১৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৫:০৪

কক্সবাজারের উখিয়ার ইনানী বীচে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। রোববার ইনানীর হোটেল রয়েল টিউলিপের সামনে সৈকতে মৃত ডলফিনটিকে দেখেন একজন এনজিও কর্মী।

ডলফিনটির লেজে রশি বাঁধা ছিল। এ থেকে ধারনা করা হচ্ছে সেটি কোনো জেলের জালে আটকা পড়েছিল। এরপর জেলেরা এটিকে পিটিয়ে মেরে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। এদিকে খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার নাজিম উদ্দিন, বিট কর্মকর্তা মেকলেছ চাকমা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি খুঁজে পাননি।

নাজিম উদ্দিন বলেন, ডলফিনটি হয়তো জোয়ারের পানিতে ভেসে গেছে। এর আগে শনিবার টেকনাফের শামলাপুর সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসে।

ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ডলফিনটি খোঁজাখুঁজি করি, কিন্তু সৈকতের কোথাও সেটি দেখা যায় নি। জোয়ারে এটি ভেসে গেছে। তবে শুনেছি ডলফিনটি বেশ কয়েকদিন আগের।

টেকনাফের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, পশু সম্পদ কর্মকর্তার সহায়তায় শনিবার রাতে টেকনাফের শামলাপুর সৈকতে ভেসে আসা ডলফিনটির ময়নাতদন্তের জন্য শরীরের বিভিন্ন অংশের আলামত সংগ্রহ করা হয়েছে। পরে সেটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

এদিকে কিছুদিন আগে কক্সবাজারের কলাতলী পয়েন্টে সাগরে একদল ডলফিলকে খেলা করতে দেখা গেছে। নির্জন সাগরে ডলফিনের খেলা নিয়ে বেশ মানুষের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হলেও একে একে মৃত ডলফিন ভেসে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। তাদের ধারনা আনে অধিক সংখ্যক ডলফিন হত্যার শিকার হয়ে থাকতে পারে। অভিযোগের তীর জেলেদের দিকে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top