বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


সারা দেশে ট্রেন চলাচল শুরু


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১১:০৫

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:০৯

ছবি সংগৃহীত

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ বুধবার ভোরে ঢাকার কমলাপুর, ময়মনসিংহসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে এক দিন পর তারা কর্মবিরতি তুলে নেয়।

আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কমলাপুরের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আজ ভোরে ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে।’

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা চরম বিপাকে পড়ে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ করেন যাত্রীরা।

আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ছেড়ে গেছে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস, জামালপুর থেকে ছেড়ে আসে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন, সকাল ৮টায় ভুয়াপুরের উদ্দেশে ছেড়ে গেছে ময়মনসিংহ এক্সপ্রেস, ৮টা ৪০ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে হাওর এক্সপ্রেস। তা ছাড়া রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা করে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ‘আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিছুটা শিডিউল বিপর্যয় হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ট্রেন চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এ অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল করে। তাতে ময়মনসিংহ থেকে বিভিন্ন পথে প্রায় ৬ হাজার যাত্রী যাতায়াত করে।’

গৌরীপুরের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘গৌরীপুরে যাওয়ার জন্য স্টেশনে এসে দেখি আজ ট্রেন চলছে। তাতে খুব ভালো লাগছে। যাতায়াতের নিরাপদ মাধ্যম ট্রেনকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।’

ঢাকাগামী যাত্রী আব্দুল মজিদ বলেন, ‘ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হচ্ছে। প্রতিটি ট্রেন স্টেশনে আসছে ৩০-৪০ মিনিট দেরি করে। তার পরও স্বস্তির খবর, ট্রেন চলাচল শুরু হয়েছে। সেটা স্বাভাবিক থাকলে আমরা যাত্রীরা খুশি।’

রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহের কেওয়াটখালী শাখার অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, ‘কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, শিগগিরই আমাদের ন্যায্য অধিকার মাইলেজ পুনর্বহাল হবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top