গণপরিবহন বন্ধ, রাজধানীর প্রবেশমুখগুলোতে ছিল মানুষের ঢল
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২১ ২১:২৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫১

মার্কেট বা দোকান খোলায় যে যেভাবে পারছেন আবার তারা ঢুকছেন রাজধানীতে। রাজধানীর প্রবেশমুখগুলোতে ছিল মানুষের ঢল। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিও কম হচ্ছে না। এদিকে, রোববার (২৫ এপ্রিল) সর্বাত্মক লকডাউনে ঢাকায় বাস ছাড়া সব পরিবহন চলছে দেদার।
সর্বাত্মক লকডাউনের মধ্যেই খুলে দেয়া হয়েছে দোকানপাট, শপিংমল। তাই লকডাউনের আগে যারা ঢাকা ছেড়েছিলেন তারাই এখন যে যেভাবে পারছেন ফিরছেন ঢাকায়।
সকাল থেকে তাই গাবতলী আব্দুল্লাহপুরসহ রাজধানীর প্রবেশমুখগুলোতে ছিল ঢাকামুখী মানুষের চাপ। দোকানপাট খুলে দেয়ায় ঢাকায় ফিরতে হচ্ছে বলে জানান অনেকে।
এদিকে রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল স্বাভাবিক সময়ের মতোই। দেদার চলছে সিএনজিচালিত অটোরিকশ, মোটরবাইক। প্রাইভেটকার ও প্রাইভেটকারে চলছে যাত্রী পরিবহনও।
রাজধানীর গাবতলীতে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট বলেন, অন্য দিনের তুলনায় ঢাকায় বেশি মানুষ ঢুকছেন। পাশাপাশি রাস্তায় বেড়েছে গাড়ির চাপ। আগে থেকে পোশাক কারখানা খোলা ছিল এখন আবার দোকান, শপিংমল খোলা যার কারণে সড়কে মানুষের চাপ বেড়েছে।
সম্পর্কিত বিষয়:
লকডাউন
আপনার মূল্যবান মতামত দিন: