পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা, ফেরির মাস্টার বরখাস্ত
প্রকাশিত:
২৩ জুলাই ২০২১ ১৮:৪৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:১২

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা,ফেরির মাস্টার বরখাস্ত
ডেস্ক রিপোর্ট
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিসি আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: