ভারতের পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর
প্রকাশিত:
৮ অক্টোবর ২০২১ ১৫:১০
আপডেট:
৮ অক্টোবর ২০২১ ২১:০৬

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ থাকার পর বিদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১২ অক্টোবর থেকে ভিসা সার্ভিস শুরু হচ্ছে এবং ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করবে দেশটির সরকার।
ভারতীয় হাইকমিশনের টুইটার পোস্টে এ সংক্রান্ত ঘোষণার কথা জানানো হয়।
তবে, প্রথম দিকে পর্যটকদের শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পোস্টে উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত রয়েছে। তবে আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা প্রদান শুরু চালু হবে।
তবে শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে এক মাসের জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে । আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: