শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২১ ২০:২৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৪০
পদ্মায় তীব্র ঘূর্ণি স্রোতের গতিবেগ বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
সোমবার (১১ অক্টোবর) বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পদ্মায় তীব্র ঘূর্ণি স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ নৌরুটে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। সকাল থেকে এ রুটে ১৭টি ফেরির মধ্যে সীমিত আকারে ৫টি ফেরি চলাচল করছিল।
পরে স্রোতের গতিবেগ বেড়ে যাওয়ায় বেলা সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল শুরু হবে।
আপনার মূল্যবান মতামত দিন: