পাটুরিয়া ৫ নম্বর ঘাটে গাড়িসহ ডুবে গেলো ফেরি
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ২০:৫৬
আপডেট:
২৭ অক্টোবর ২০২১ ২০:৫৭

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বেশ কয়েকটি গাড়িসহ আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে রো রো আমানত শাহ ফেরি। ২-৩ গাড়ি নামার পরপরই ফেরিটি একপাশে কাত হয়ে ডুবে যায়। ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: