পণ্যবাহী পরিবহন ধর্মঘট স্থগিত
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ২০:৫০
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

জ্বালানির দাম বাড়ায় ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ভাড়া বাড়ানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন মালিক-শ্রমিকরা।
সোমবার (৮ নভেম্বর) রাত আটটায় সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ট্রাক কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক শ্রমিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও মালিক শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। বাড়তি দামের কারণে ওই দিন থেকে পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিকরা।
আপনার মূল্যবান মতামত দিন: