ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, মৃত বেড়ে ৩৯
প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২১ ২২:৫৪
আপডেট:
২৪ ডিসেম্বর ২০২১ ২৩:৩৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কাজ করছে পিরোজপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড সদস্যরা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নদীতীরে স্বজনরা ভিড় করছেন। বাড়ছে স্বজনদের আহাজারি।
লঞ্চটির যাত্রী ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে হঠাৎ যাত্রীরা আগুন দেখে চিৎকার শুরু করে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই লঞ্চটিতে আগুন ধরে যায়। এসময় কিছু যাত্রীরা লাফিয়ে নদীতে পড়ে সাতরে পাড়ে উঠে। এছাড়া স্থানীয় ট্রলার চালকরা এগিয়ে গিয়ে লঞ্চ ও নদী থেকে বেশ কিছু যাত্রীদের উদ্ধার করে।
সম্পর্কিত বিষয়:
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স
আপনার মূল্যবান মতামত দিন: