ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে ৪ দিন
প্রকাশিত:
২৯ জুন ২০২০ ১৬:২০
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৪

৩ জুলাই ভোর ছয়টা থেকে ৭ জুলাই ভোর ছয়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের শেরপুর সেতু ও কাগজপুর সেতুর মেরামত কাজ হবে। যে কারণে এই ৪ দিন সেতুগুলোর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া গতকাল রোবাবার বিষয়টি নিশ্চিত করেন।
মেরামত কাজ চলাকালে সব ধরনের যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী তিন জুলাই ভোর ছয়টা থেকে সাত জুলাই ভোর ছয়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের শেরপুর সেতু ও কাগজপুর সেতুর মেরামত কাজ হবে।
আপনার মূল্যবান মতামত দিন: