চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশিত:
১২ আগস্ট ২০২২ ০১:২০
আপডেট:
১২ আগস্ট ২০২২ ০৩:২৭

চট্টগ্রামের খুলশী থানার গরিব উল্লাহশাহ মাজার এলাকায় সেন্টমার্টিন গামী বিলাসবহুল একটি বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাহেরা নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, তাহেরা বেগমের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার কোনো টিকিট ছিল না। কেউ যাতে সন্দেহ না করেন সে জন্য সাড়ে তিন বছরের একটি শিশুকে নিয়ে বাসটিতে উঠেছিলেন তাহেরা।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিদর্শক মো. আবদুল মতিন মিঞা বাদী হয়ে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত ইয়াবার মূল্য ৯ লাখ টাকা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: