কুষ্টিয়ার পেট্রল পাম্পে বিস্ফোরণ
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২২ ০৯:৪৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:৩৪

কুষ্টিয়ার ভেড়ামারায় পেট্রল পাম্পে বিস্ফোরণে নিহত হয়েছেন দুজন। আহত আরও তিন জন। শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাম্পে শর্ট সার্কিট থেকে আগুন লেগে বিস্ফোরণ হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। পেট্রল পাম্পে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। তবে এখনও নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
সম্পর্কিত বিষয়:
আগুন
আপনার মূল্যবান মতামত দিন: