সেতুর রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কায় দম্পতির মৃত্যু
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০২:০৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:২০

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের শিমুল (৩২) ও তার স্ত্রী টুকটুকি (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে , নিহত স্বামী-স্ত্রী তাদের গ্রামের বাড়ি মান্দার কুলিহার থেকে প্রাইভেটকারে করে নওগাঁ যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিধি মোতাবেক মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পর্কিত বিষয়:
প্রাইভেটকার
আপনার মূল্যবান মতামত দিন: