মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২২ ০৬:৩৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২৩:১২

বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় লাবিব শেখ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের বাহিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা সাদিক শেখ (১৩) নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
নিহত লাবিব খুলনার বটিয়াঘাটা নারায়ণখালীর কবির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া থাকত। সে ফকিরহাট সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবারের কারও মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল ওই দুই শিক্ষার্থী। বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক লাবিব মারা যায়।
এদিকে দুর্ঘটনার পর শিশু-কিশোরদের মোটরসাইকেল চালানো বন্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং চালকদের সতর্ক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
মোটরসাইকেল
আপনার মূল্যবান মতামত দিন: