বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫, ৬ই চৈত্র ১৪৩১


বাসচাপায় নিহত মোটরসাইকেল চালক


প্রকাশিত:
২০ আগস্ট ২০২২ ২২:২০

আপডেট:
২০ মার্চ ২০২৫ ২০:৫৭

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় শামসুল আলম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের রঙিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামসুল আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া (নতুন বাজার) জামে মসজিদ এলাকার ইদ্রীস আলীর ছেলে। আহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেলে ময়মনসিংহের ভালুকার দিকে যাচ্ছিলেন চালক শামসুল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী দ্রুত গতির আলম এশিয়া পরিবহনের বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান তিনি। ওই বাসের পেছনে থাকা অপর একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান স্থানীয়রা।


সম্পর্কিত বিষয়:

শ্রীপুর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top