কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের মৃত্যু
প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ০৩:৩৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:০৫
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পারভেজ নামে এক পর্যটক নিখোঁজের তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে প্রশাসন।
রবিবার দুপুরে সৈকতের জিরো পয়েণ্টে গোসল করতে নেমে নিখোঁজ হয় পর্যটক মাহাবুবুর রহমান পারভেজ। দীর্ঘ ৩ ঘণ্টা অভিযান চালিয়ে ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ জানায়, ৪ বন্ধু ঘুরতে আসে কুয়াকাটায়। সকালে হোটেল সানফ্লাওয়ারে তারা রুম ভাড়া নেন। দুপুর ১ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যায় পারভেজ ও আমির। পরে তাদের দু'জনের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসে। কিন্তু আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করতে পারেনি। পুলিশকে প্রথমে জানালে তারা উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। পরবর্তীতে যৌথ অভিযান পরিচালনা করে ৩ ঘণ্টা পরে পারভেজের লাশ উদ্ধার করে। সঙ্গে থাকা বন্ধুরা জানান, নিহত পারভেজের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়ের বাগ এলাকায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, নিহত পারভেজের বাবা মায়ের সঙ্গে আলাপ হয়েছে। তারা দাবি করলে তাদের ছেলের লাশ ময়না তদন্ত করা হবে। আর সম্মতি না দিলে বিনা ময়না তদন্ত ছাড়া লাশ নিতে পারবে। কিন্তু সাধারণত ইউডি মামলা হবে।
সম্পর্কিত বিষয়:
সমুদ্র
আপনার মূল্যবান মতামত দিন: