গাজীপুরে ঝুট গুদামে আগুন
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ২১:৪৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:৩২

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা জোড়া পাম্প এলাকায় আগুনে পুড়ে গেছে ৫টি ঝুট গুদাম ও মালামাল । মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, গতকাল রাতে চন্দ্রা জোড়া পাম্প এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে মুহূর্তের মধ্যে এ আগুন আশেপাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে টিনসেডের তৈরি ৫টি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন।
সম্পর্কিত বিষয়:
আগুন
আপনার মূল্যবান মতামত দিন: