বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২২ ২২:৫৭
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩২

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে মুক্তার হোসেন নামের (৩৩) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পৌর এলাকার উলাইল থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন মুক্তার হোসেন। পরে ওই নারী অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। পরে রাতে ওই নারী সাভার মডেল থানায় উপস্থিত হয়ে মুক্তার হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ রাতেই উলাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার এস আই আতিকুর রহমান রাসেল জানান, ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
ধর্ষণ
আপনার মূল্যবান মতামত দিন: