বরিশালে যাত্রীবাহী ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩
প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ০৪:১৭
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১১:৩৬

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানচালক জয়নাল খান (৪৫) মারা গেছেন। রবিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত এবং তিন যাত্রী আহত হন। সর্বশেষ তিন জন নিহত হবার খবর পাওয়া গেছে।
মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে দুই জন নিহত হন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় জয়নাল ও তওহিদকে হাসপাতালে আনা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে জয়নালের মৃত্যু হয়। তওহিদকে ঢাকায় পাঠানো হয়েছে। অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে রাফিয়া নামে আরও একজন। তিনি আশঙ্কামুক্ত। তবে এ দুর্ঘটনায় তার মা পলি বেগম ঘটনাস্থলে নিহত হন। নিহত অপর একজন হলেন মোহনকাঠী এলাকার ফজলুল (৫৫)।
রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন জানিয়েছেন, নিহত ও আহত সবাই বাবুগঞ্জের মোহনকাঠী গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, ভ্যানটি মোহনকাঠী থেকে যাত্রী নিয়ে রহমতপুর ব্রিজ এলাকায় যাচ্ছিল।
সম্পর্কিত বিষয়:
দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: