গাজীপুরে নারীকে রাস্তায় ফেলে নির্যাতন
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৫০
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩৪

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে রাস্তায় ফেলে নির্যাতনের পর মাথার চুল কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনকারীর নাম রেনু আক্তার (৩২)।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী গতকাল রাতেই শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের শিকার রেনু আক্তার (৩২) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. মুছা মিয়ার স্ত্রী।
অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো. বাবুল মিয়া (৫০) ও তার মেয়ে আশামনি (২৫), মৃত হাফিজ উদ্দিন তালুকদারের ছেলে কবির হোসেন তালুকদার (৪৫) ও মো. লিটন মিয়া (৩০)।
রেনু আক্তার জানান, অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের পূর্ব শত্রুতা ছিল। শুক্রবার (২সেপ্টেম্বর) বিকেলে তার স্বামী মুছা মিয়া পুকুরে মাছকে খাবার দিতে যায়। এ সময় অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে মারধর করতে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে কবির তালুকদারের নেতৃত্বে হামলাকারীরা রেনুকে পিটিয়ে গুরুতর আহত করেন।
রেনু আরও জানান, এ সময় তার মাথার চুল কেটে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লোবনা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া রেুনুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নারী নির্যাতনের ঘটনায় রেনুর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত সময়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
নির্যাতন
আপনার মূল্যবান মতামত দিন: