বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


টঙ্গীর তুরাগ থেকে শিশুর লাশ উদ্ধার


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:২১

 ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুটির নাম সাব্বির হোসেন (৯)।

রোববার (৪সেপ্টেম্বর) সকালে প্রত্যাশা মাঠসংলগ্ন তুরাগ নদ থেকে দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করে। নিহত সাব্বির লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আলেকজান্ডার গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে কামারপাড়া এলাকায় বসবাস করত।

স্থানীয়রা জানান, সাব্বিরের বাবা-মা দুজনই পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার (৩সেপ্টেম্বর) সকালে তারা উভয়েই তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান। একপর্যায়ে সাব্বির তার খেলার সঙ্গী জুনাইদ ও মামুনের সঙ্গে তুরাগ নদে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রোববার (৪সেপ্টেম্বর) টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা সকাল ১০টার দিকে নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রত্যাশা মাঠসংলগ্ন তুরাগ নদের গভীর পানি থেকে লাশটি উদ্ধার করেন।

এ ব্যাপারে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির এসআই আবজাল হোসেন জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত বিষয়:

গাজীপুর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top