অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৫
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩৪

চালককে জুস খাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের সময় অজ্ঞান পার্টি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনটে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হুকুমআলী-ভরণশাহী বাইপাস সড়ক থেকে ওই পাঁচজনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
আটকরা হলেন- ধুনটের কালেরপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে ৩২ বছর বয়সী হোসনে রেজা, চরপাড়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে ৩৫ বছরের মাহমুদুল হাসান, সেলিম প্রামাণিকের ছেলে ৩৪ বছরের শরিফুল ইসলাম, শাহজাহানপুর উপজেলার বিরকুষ্টিয়া গ্রামের রহিম মোল্লার ছেলে ৪৭ বছরের কেরামত আলী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর আজিতপুর গ্রামের সামাদের ছেলে ৩৫ বছরের নজরুল ইসলাম।
অটোভ্যান চালকের নাম নাজমুল শেখ। ১৬ বছর বয়সী নাজমুল ধুনট উপজেলার পিরহাটি গ্রামের নসের আলী শেখের ছেলে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মথুরাপুর বাজার থেকে পাঁচ যাত্রী নিয়ে অটোভ্যানে হুকুম আলী বাইপাসের উদ্দেশ্যে রওনা দেন নাজমুল। পথে কৌশলে তাকে এক বোতল জুস খাওয়ান ওই পাঁচজন। ঘণ্টাখানেক পর হুকুম আলী-ভরণশাহী বাইপাস সড়কে পৌঁছালে অজ্ঞান হয়ে পড়েন চালক।
একপর্যায়ে নাজমুলকে সড়কের পাশে ফেলে অটোভ্যান নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। বিষয়টি টের পেয়ে পাঁচজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। এছাড়া নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন অটোভ্যান চালকের বাবা নসের আলী। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
ছিনতাই
আপনার মূল্যবান মতামত দিন: