বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


পাবজি খেলায় আসক্ত, কিশোরের আত্মহত্যা


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২২ ০২:২৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৯

 ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পাবজি গেম খেলতে বাধা দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। নিহত কিশোরের নাম শাহ আলম (১৭)। সে মহল্লার কাবির আলীর ছেলে। আজ রোববার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে।।

নিহতের বাবা কাবির আলী জানান, ‘আজ সকাল সাড়ে ৭টায় শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিল। এ সময় তার মা তাকে কাজের কথা বলে। তবে শাহ আলম কথা না শুনে গেম খেলতে থাকলে তার মা তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে শাহ আলম আত্মহত্যা করে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।’

কাবির আলী আরও জানান, ‘তার ছেলেটি অনেক জেদি। কারও বকাঝকা সহ্য করতে পারতো না। সে অষ্টম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানে কাজ শিখছিল। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, ‘খবর পেয়ে উপপরিদর্শক মাহবুবসহ ঘটনাস্থলে উপস্থিত হোন। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’


সম্পর্কিত বিষয়:

গেম

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top