সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত:
২০ জুলাই ২০২০ ১৭:১৬
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:৩১

সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই একটি লং-ভেইকেলের চাপায় দু’জন নিহত এবং আহত হয়েছে আরো ৩ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলায় এ দূর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভেইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচ পথচারীকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
হাটিকুমরল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকী উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সহায়তায় আমরা হতাহতদের উদ্ধার করি। লাশ দু’টি হাটিকুমরল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: