মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ০০:৫৮

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০২:৩৪

 ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রিনা (৩০) বেগমকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনিরুল ইসলাম। এ ঘটনার পর স্বামী পালিয়ে গেলে সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রিনা বেগম তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে স্বামী মনিরুলের সঙ্গে স্ত্রী রিনার ঝগড়া লেগেই থাকতো। এরই জের ধরে রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি ধারালো হাসুয়া দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করে স্বামী মনিরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে রিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাত ৮টার দিকে পথে তার মৃত্যু হয়। এঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে গেলে আজ সোমবার ভোরে তাকে ছত্রাজিতপুর এলাকা থেকে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পর্কিত বিষয়:

পারিবারিক কলহ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top