করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৯
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০২:৪০

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার করতোয়া এবং আত্রাই নদীর বিভিন্ন স্থান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এখনো প্রায় অর্ধশত ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদে স্থাপিত জরুরি তথ্য ও সহায়তা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা।
তারা জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ২২ নারী, ১২ শিশু এবং সাত পুরুষসহ ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের লাশ ভেসে গিয়েছিল দিনাজপুরের আত্রাই নদীতে। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার দিন রোববার (২৫সেপ্টেম্বর) এবং আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাশ উদ্ধার উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশত। ঘটনাস্থলের আশপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট। স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন ।
সম্পর্কিত বিষয়:
করতোয়া নদী
আপনার মূল্যবান মতামত দিন: