শসাক্ষেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
প্রকাশিত:
৩ অক্টোবর ২০২২ ০২:১৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:২৭

নিখোঁজের পরদিন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. আবুল কাশেম বজলু (৫৫) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০২ অক্টোবর) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুখিয়া এলাকার রাস্তার পাশে একটি শশাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবুল কাশেম বজলু উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিনি একই ইউনিয়নের মিরদী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়োয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি মেম্বার আবুল কাশেম বজলু শনিবার (০১ অক্টোবর) বিকেলে বাড়ি থেকে বের হন। সবশেষ রাত ১০টার দিকে স্ত্রীর সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রোববার (০২ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি শশাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।
সম্পর্কিত বিষয়:
উপজেলা
আপনার মূল্যবান মতামত দিন: