মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আজ হবিগঞ্জে গণপরিবহন চলাচল বন্ধ


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২২ ২৩:৩৯

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০২:৫০

ছবি সংগৃহীত

শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য শনিবার (০৮ অক্টোবর) হবিগঞ্জে বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস জেলার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য আজ শনিবার সারা দিন জেলার গণপরিবহন বন্ধ থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান জানান, নির্বাচনে ভোট প্রদান করার জন্য সংগঠনের সদস্যরা যাতে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আজ শনিবার জেলার গণপরিবহন বন্ধ থাকবে। নির্বাচন যাতে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যাত্রীদের ভোগান্তির বিষয়টি জানতে চাইলে আব্দুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কে দেশের প্রায় সব রুটের গাড়ি চলাচল করে। তাই মানুষের তেমন দুর্ভোগ পোহাতে হবে না।

শনিবার (০৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ২০ পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৪।


সম্পর্কিত বিষয়:

হবিগঞ্জ মোটর মালিক সমিতি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top