কৃষকের পুরুষাঙ্গ কেটে দিলেন প্রবাসীর স্ত্রী
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ০১:৫৯
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:২২

নাটোরের গুরুদাসপুরে জনাব আলী নামে (৬০) এক কৃষকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।
রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জনাব আলী একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ৫০ বছরের নাছিমা বেগম মোল্লাপাড়ার জাকির হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, নাজিরপুর মোল্লাপাড়া এলাকার প্রবাসী জাকিরের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন কৃষক জনাব আলী। আজ রোববার সকালে হঠাৎ চিৎকার করতে থাকেন নাছিমা। প্রতিবেশীরা এসে দেখেন জনাব আলী ও নাছিমা মাটিতে পড়ে আছেন। এর মধ্যে জনাব আলীর পুরুষাঙ্গ কাটা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
আহত জনাব আলী জানান, নাছিমার কাছ থেকে দুই হাজার টাকা পাই। সেই টাকা দেওয়ার জন্য সকালে বাড়িতে ডেকে নেন তিনি। এরপর কৌশলে বঁটি দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দেন।
বিষয়টি অস্বীকার করে নাছিমা জানান, সকালে বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ পেছন দিয়ে আমাকে জড়িয়ে ধরেন জনাব আলী। এরপর ঘরে থাকা বঁটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করবেন বলে হুমকি দেন। এ নিয়ে হাতাহাতির একপর্যায়ে ঘরের শোকেসের গ্লাস ভেঙে তিনি আঘাত পান।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত বিষয়:
কৃষক
আপনার মূল্যবান মতামত দিন: